পঞ্চগড়ের বোদায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোদা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর এক বনাঢ়্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি অমিয় আলম অমির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রম্য সহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা। এ সময় উপজেলা ও পৌর ছাত্রলীগের সকলস্তরের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।