সদর উপজেলার সদরের চরশেরপুর ইউনিয়ন পরিষদের
নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আর এ
সভার মাধ্যমেই তারা দায়িত্বভার গ্রহণ করলেন। এ উপলক্ষে ইউনিয়নের
বিশিষ্ট নাগরিক, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষদের উপস্থিতিতে সভার আয়োজন
করেন।
রোববার ( ২ জানুয়ারি ) ইউনিয়ন পরিষদ চত্বরে জনসমাবেশ রুপ নেয়া এ সভায়
নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগনের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত মেম্বার কারিমুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় ওই সভায়
সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজা। এ সময় নবনির্বাচিত
নয়জন মেম্বার ও তিনজন মহিলা মেম্বার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের
সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহ সভাপতি এসএম
শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাংগঠনিক
সম্পাদক মানিক দত্ত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীক নিয়ে
নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী রফিকুল ইসলাম মিল্টন, জেলা কৃষকদলের সভাপতি
আমিনুল ইসলাম আঙ্গুর ইউপি সচিব বিল্লাল হোসেন ও আবদুল আওয়ালসহ ইউনিয়নের
সহ¯্রাধিক জনগণ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজা বলেন, আমি দূর্নীতিমূক্ত ইউনিয়ন গড়ে
তুলতে চাই। সবার সহায়তা নিয়ে আগামী ৫ বছর উন্নয়ন কর্মকা- চালাবো। এ
জন্য তিনি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিকসহ
সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, তার সাধ্যানুযায়ী যেসব এলাকায়
উন্নয়ন থেকে পিছিয়ে আছে, ঐসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবনে
তিনি।