নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের মগুয়া গ্রামের এক অভিযান চালিয়ে বোমা তৈয়ারী সময় বোমা তৈয়ারী সরঞ্জাম সহ কথিত সাংবাদিক ও সেনবাগ উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ চৌধুরী (৫৫), আবির হোসেন (২০), রাকিবুল ইসলাম প্রকাশ রনি (২০) ও আহমেদ হোসন(২০) কে গ্রেফতার করেছে।
শনিবার দিবাগত রোববার (২জানুয়ারি) রাত ১টারদিকে সেনবাগ থানার ওসি মোঃ ইকবাল হোসেন পাটোয়ারীর নির্দেশনায় থানার এসআই সবুজ চন্দ্র পালের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার ৪নং কাদরা ্্্্ইউপির ৪নং ওয়ার্ডের মগুয়া গ্রামের শহীদ উল্লাহ চৌধুরী বাড়ি (প্রকাশ মোকসেদ কেরানী বাড়ির) শহীদ উল্লাহ চৌধুরীর রান্না ঘরে অভিযান চালিয়ে তাদেরকে বোমা তৈয়ারীর সময় সরঞ্জাম সহ গ্রেফতার করে। এ সময় তিনটি তাজা বোমা,১৭টি চকলেট বোমা,৫টি বোমা তৈয়ারী খাজ,৬টি স্কসটেপ,স্পিন্টার হিসাবে ব্যবহৃত ১১পি ব্রেড, ৫০ গ্রাম পেরাক, তিশ গ্রাম দিয়াশলালায়ের কাঠি ও দিয়াশলাইয়ের খালি প্যাকেট উদ্ধার করেছে।
এঘটনায় সেনবাগ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হবে।
গ্রেফতারকৃত শহীদ উল্লাহ চৌধুরী কাদরা ইউপির মগুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে সে তালাশ টেলিভিশ ২৪.কমের সাংবাদিক হিসাবে পরিচয় দিত। এ ছাড়াও সে সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করেছে। তার বিরুদ্ধে সেনবাগ থানায় চেক প্রতারণার একটি মামলায় ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীও সে। অপর গ্রেফতারকৃতরা হচ্ছে। একই এলাকার বেচু মিয়ার ছেলে আবির হোসেন (২০) মোঃ জাফর উল্লাহ ছেলে রাকিবুল ইসলাম প্রকাশ রনি (২০) ও মফিজ উল্লাহ ছেলে আহমেদ হোসন(২০)। ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জানান,আগামী ৫জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে সহিংসতা সৃষ্টির জন্য বোমা তৈয়ারী করছিল।