চিরিরবন্দরে নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে সরকারি বই বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীর হাতে বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা। এসময় উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, সহকারি শিক্ষা অফিসার হুমায়ুন তালুকদার, প্রধান শিক্ষক আরিফুল আলম উপস্থিত ছিলেন। এছাড়াও সকল সহকারি শিক্ষা অফিসারগণ নিজনিজ ক্লাষ্টার ভিত্তিক প্রতিষ্ঠান গুলিতে বই বিতরণ করেন। কয়েকটি ইউনিয়নে বই বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু ও সহকারি শিক্ষা অফিসার মোঃ মেনহাজুল ইসলাম
অপরদিকে মাধ্যমিক বিদ্যালয় গুলিতে একযোগে ৬ষ্ঠ শ্রেণির বই বিতরণ করা হয়। তবে বিদ্যালয় গুলিতে ৬ষ্ঠ শ্রেণির তথ্য যোগাযোগ প্রযুক্তির শুধুমাত্র একটি বই আসায় শিক্ষার্থীরা আনন্দ বঞ্চিত হন।
উল্লেখ্য মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান গুলিতে এখন পর্যন্ত সকল বই সরবরাহ না হওয়ায় বই বিতরণে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ও শিক্ষার্থীরা নতুন বই পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে।