পিরোজপুরের নাজিরপুরে গৃৃৃৃহবধুকে (২৫) ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার রাতে ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। অভিযুক্ত মো. রাসেল শেখ (৩০) উপজেলার দীর্ঘা ইউনিয়নের দীর্ঘা গ্রামের মো. শাহাদাৎ হোসেন শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে গত বৃৃহস্পতিবার দুপুরে। দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে গৃহবধু তার বাড়ির পাশের বাগানে ছাগল চড়াতে যান। এ সময় তাকে একা পেয়ে পার্শ্ববর্তী বাড়ির ওই যুবক ধর্ষনের চেষ্টায় ঝাপটে ধরে মাটিতে শোয়াইয়ে শরীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় ওই গৃৃহবধুর ডাক-চিৎকার দিলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।