সারা দেশের ন্যায় করোনা পরিস্থিতির কারণে এবার বই উৎসব না হলেও বিশেষ ব্যবস্থায় রাঙ্গামাটিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বই প্রদান করা হয়।
শনিবার (১ জানুয়ারী) সকালে রাঙ্গামাটির বিভিন্ন স্কুলে শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদেরও দেয়া হয় তাদের নিজস্ব মাতৃভাষার বই।
সকালে রাণী দয়াময়ী স্কুলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন রাণী দয়াময়ী স্কুলের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক। এ সময় স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার কারণে বই উৎসব করা হয়নি। নির্দেশনা অনুযায়ী বছরের প্রথম দিন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে।
এদিকে, নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উৎসবে মাতল রাঙ্গামাটির ক্ষুদে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, বছরের শুরুতেই নতুন বই পেয়ে খুবই আনন্দ লাগছে। নতুন বই নতুন করে রাখতে চাই।
উল্লেখ্য, করোনার মহামারী ঠেকাতে কয়েক ধাপে পুরো জেলা জুড়ে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে এইসব বই প্রদান করা হবে। তবে করোনার জন্য এইবার বই উৎসবের কোন আনুষ্ঠানিকতা পালন করা হয়নি।