মহানগরী ঢাকা ক্রমান্বয়ে কষ্ট ও বিড়ম্বনার নগরীতে পরিণত হচ্ছে। মানুষ এখন বলে দিনে মাছি আর মশা, এ নিয়ে ঢাকায় আছি। নগরীর বিভিন্ন স্থানে উন্মুক্ত ডাস্টবিনের গন্ধে পথচলা কষ্টকর। মশা আর মাছির ভনভনানিতে জীবন ওষ্ঠাগত। পথে পথে যানজট আর জন-জাটের বিড়ম্বনা। দশমিনিটের পথ চলতে কেটে যায় দু’থেকে তিন ঘণ্টা। পথে হাঁটবেন, সেখানেও বিড়ম্বনা। ফুটপাতে হকারদের পরশা সাজিয়ে বিকিকিনি। এর মধ্যেই মটোরসাইকেল নিয়ে দ্রুত পথ পাড়ি দেবার প্রতিযোগিতা। যদিও উচ্চতর আদালত ফুটপাতে মটোরসাইকেল চালানো নিষিদ্ধ করেছে। কিন্তু যে আইন প্রয়োগকারী সংস্থা এর দেখভাল করবে, সেই সংস্থার সদস্যরাই যখন ফুটপাতে মেটার সাইকেল চালান, তখন আর কারো কিছু বলার থাকে না।
প্রতিদিন নগরবাসীর অসংখ্য কর্মঘন্টা নষ্ট হয় যানজটের কারণে। এ যানজট দূর করতে মেট্রো রেলের প্রকল্প হাতে নেয়া হলেও এখনো এ প্রকল্পের কাজ শেষ হয়নি। আশা করা যাচ্ছে আগামী দু’বছরের মধ্যে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করবে। কিন্তু মেট্রো রেলের ওভার ব্রিজ তৈরি করার কাজে পুরো মহানগরীর রাস্তাগুলো সংকুচিত করে ফেলা হয়েছে। ফলে প্রতিনিয়ত যানজটের সাথে যুদ্ধ করে গন্তব্যে পৌছাতে হয় নগরবাসীদের। এটা গণ-পরিবহন হোক কিংবা নিজস্ব যানবাহন হোক-যানজটে আটকে থাকতে হয় সীমাহীন সময়।
সারা বছর যানজটের সাথে যুদ্ধ করলেও বর্ষার সময় আরেক দুর্ভোগ জলজটের কবলে পড়ে নাকাল হন নগর বাসী। একটু বৃষ্টি হলেই থৈ থৈ পানিতে ভাসতে থাকে মুলরাস্তা এবং গলির ভেতরের রাস্তা। আতঙ্কজনক হচ্ছে ম্যান-হোলের ঢাকনা না থাকায় কে কখন সেখানে পড়ে হাত পা ভাংবে তা কারো জানা নেই। এত দূর্ভোগ নিয়ে তবুও নগরবাসী তাদের স্বপ্ন সার্থক করতে রাজধানী ঢাকায় পড়ে থাকে। মহানগরী এলাকার জনগণের সেবার জন্য দু’টি সিটি করপোরেশন থাকলেও তারা তা নিরসন করতে তেমন পদক্ষেপ গ্রহণ করেন না। অথচ জনপ্রতিনিধি ও দেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিরা এ মহানগরীতেই বসবাস করেন। রঙ্গিন গ্লাসে ঢাকা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ীতে তারা চলেন বলে, এসব তাদের নজরে আসেনা। সব দূর্ভোগ যেন সাধারণ নাগরিকদের।
মহানগরী ঢাকাকে তিলোত্তমা করে গড়ে তোলার জন্য সিটি করপোরেশন দু’টির মেয়র মহা-দ্বয়রা নির্বাচনের সময় যে সব প্রতিশ্রুতি দেন, তারা নির্ধারিত হবার পর বেমালুম সেসব ভুলে যান। ভিআইপি রাস্তা-গুলোয় কিছু গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করার চেষ্টা করা হলেও দূর করা সম্ভব হয় নি যানজট। গণ-পরিবহনে শৃঙ্খলা আনার কথা বারবার বলা হলেও তা বাস্তবায়ন হয় নি। হাজারো অপ্রাপ্তির মাঝে বেশ কিছু স্থানে ওভার ব্রিজ ও আন্ডার পাস তৈরি হয়েছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে নগরবাসী। এর বাইরে অন্য দূর্ভোগ থেকে রক্ষা করার জন্য শুধু পরিকল্পনার কথা নয়, চাই যথযাথ বাস্তবায়ন। তাহলেই জনপ্রতিনিধিরা যথাযথ গন-বান্ধব হয়ে উঠবেন, নগরবাসীও স্বস্তির নিশ্বাস ফেলবেন।