দিনাজপুরের ঘোড়াঘাটে ২০২১সালের এস,এস,সি পরীক্ষায় নুরজাহানপুর সামরিক কলোনি উচ্চবিদ্যালয় থেকে আবারও সর্বাধিক জিপিএ-৫ পেয়ে সবার শীর্ষে রয়েছে। ওই বিদ্যালয় থেকে এবারে এস,এস,সি পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৮৬জন তারমধ্যে জিপিএ পেয়েছে ৩০জন। ভর্নাপাড়া বিদ্যালয় থেকে ২৫জন জিপিএ পেয়ে ২য় অবস্থানে রয়েছে।ঘোড়াঘাট উপজেলার মোট ২১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ হাজার ৭শত ৪৫জন ছাত্র-ছাত্রী এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করে,তার মধ্যে জিপিএ পেয়েছে ১৯৫জন। আর সর্বসাকুল্যে পাশ করেছে ১হাজার ৬শত ৬৩জন।