নোয়াখালীর সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল বুধবার আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়ীত্বভার গ্রহন করার পর বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পৌরসভার সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলদের নিয়ে প্রথম বৈঠক করেছেন।
বৈঠক শেষে পৌরসভার আবু নাছের ভিপি দুলাল প্যানেল মেয়র ১, ২ ও ৩ পদ নির্ধারনে ভোটাভুটিরর সিন্ধান্ত দেন। এরপর ১২ কাউন্সিলরের গোপন ভোটে সেনবাগ পৌরসভার প্যানেল মেয়র -১ হিসাবে নির্বাচিত হয়েছে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন বাবুল, প্যানেল মেয়র ২ নির্বাচিত হয়েছে পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মহিন উদ্দিন ও প্যানেল মেয়র ৩ নির্বাচিত হয়েছে সংরক্ষির আসনের নারী কাউন্সিলর ফাতেমা বেগম।
এরআগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সেনবাগ উপজেলার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে পৌরসভার প্যানেল মেয়র ১ ও সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন সেলিমের নিকট থেকে দায়ীত্ব ভার গ্রহন করেন নাগরিক কমিটির ব্যানের নির্বাচিত স্বতন্ত্র মেয়র আবু নাছের ভিপি দুলাল।