পিরোজপুরের ভান্ডারিয়ায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচারণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে স্থানীয় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুমুর রহমান বিশ^াস, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তাফা কামাল, সংবাদিক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের আঞ্চলিক সভাপতি মো: ছগির হোসেন, চেয়ারম্যান প্রার্থী আঃ হাই হাওলাদার (চশমা), মোঃ সালমান রহমান (মোটর সাইকেল), মোঃ হুমায়ুন কবির (নৌকা), ইউপি সদস্য প্রার্থী মোঃ হাসান জোমাদ্দার, বাবুল মল্লিক প্রমূখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এটা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধ পরিকর। বিশৃঙ্খলা চেষ্টাকারী ও নির্বাচনী আচরণবিধি লঙন করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য আগামী ৫ (পাঁচ) জানুয়ারী ২০২২ তারিখে ভান্ডারিয়া উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।