হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশনাল প্যালেন থেকে অসংক্রামক রোগ জনিত মৃত্যু কমানোর গুরুত্ব বিষয়ক মতবিনিময় সভা আয়োজন করা হয়। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ প প কর্মকর্তা ডাঃ আবু সৈয়দ মোঃ ইমতিয়াজ হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি প্রোগ্রামের লাইন ডাইরেক্টর অধ্যপক ডাঃ রোবেদ আমিন।
তিনি বলেন, উপজেলা পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডায়াবেটিস, হাইপার টেনশেনসহ অন্যান্য রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রদান, এক মাসের ওষুধ সরবরাহ করার মাধ্যমে মৃত্যু ঝূঁঁকি কমানোর প্রকল্প হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স চলছে। এর সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা আবদুল আলিমসহ ১০ জন সফর সঙ্গী ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরে থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে চিকিৎসক, নার্স, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারি এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আকতার বিল্লাহসহ চিকিৎসক বৃন্দ।