বাংলাদেশ এলপিজি অটো গ্যাস স্টেশন এবং কনভারসেশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়শন এর খুলনা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাম রসুল। মোট ১১ টি জেলা নিয়ে বাংলাদেশ এলপিজি অটো গ্যাস স্টেশন এবং কনভারসেশন ওয়ার্কশপ ওনার্স গঠিত হয়। জেলাসমূহ হলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল,ও গোপালগঞ্জ। সংগঠনটির মোট ১২ টি পদে কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য নির্বাচিত সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল জানান, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) যখন গাড়িতে ব্যবহার হয়, তখন সেটিকে বলা হয় অটোগ্যাস। এলপিজিকে ক্লিন বা গ্রিন ফুয়েল বলেও আখ্যায়িত করা হয়। প্রোপেন ও বিউটেনের সংমিশ্রনে উৎপন্ন এ গ্যাসটি প্রেট্রোল ও অকটেনের বিকল্প হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত।