চট্টগ্রামের সীতাকুণ্ডে তূর্ণা নিশিথা ট্রেনের সাথে একটি কনটেইনার লরির সংঘর্ষে ঘটনায় রাতে ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ ছিল। দূর্ঘটনায় কবলিত তূর্ণা নিশীথা ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও কোন যাত্রী হতাহত হয়নি।
জানা যায়, গতকাল রাত ১১ টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশীথা ট্রেনের সাথে সীতাকু- উপজেলার বাড়বকু-ে এসকেএম জুট মিল সংলগ্ন রেল লাইনে একটি লরিকে ধাক্কা দেয়। এ সময় লরিটির দুমড়ে-মুছড়ে গিয়ে দুই খ-ে বিভক্ত হয়ে একটি অংশ ডাউন লাইনে গিয়ে পড়ে। মালামাল বিহীন লরিটি রেল লাইন অতিক্রম করার সময় হঠাৎ ইজ্ঞিন বিকল হয়ে পড়ে। এ সময় চালক অনেক চেষ্টা করেও রেল লাইন থেকে লরিটি সরাতে ব্যর্থ হয়ে রেলের গেইট ম্যানকে অবগত করেন। গেইট ম্যান রেল লাইনের উপর ইজ্ঞিন বিকল হয়ে বিশাল একটি লরি পড়ে থাকার বিষয়টি সীতাকু- ষ্টেশন মাষ্টার মোতাহারকে জানিয়েছে। এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে সীতাকু- ষ্টেশন মাষ্টার মোতাহার ও সোহাগ বলেন, গেইট ম্যান বিষয়টি আমাদের জানানো পর আমরা চট্টগ্রাম কন্ট্রোল রুমে অবগত করেছি। কিন্তু এর কিছুক্ষণ পর রাত পৌনে ১২টায় তূর্ণা নিশিথা ট্রেনটি রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা লরিকে সজোরে ধাক্কা দেয়। এ দুর্ঘটনার পর ঢাকা ও চট্টগ্রাম মুখী আপ ও ডাউনে লাইনে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস সহ অনেক ট্রেন কুমিরা ষ্টেশনে এবং চট্টগ্রাম মুখী অনেক ট্রেন সীতাকু- ষ্টেশনে আটকা পড়ে। কনকনে শীতের রাতে এ দু'ষ্টেশনে আটকে পড়া দূরপাল্লার রেল যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ভোর রাতে নতুন ইঞ্জিন লাগানোর পর তূর্ণা নিশিথা ট্রেন আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আটকপড়া অন্য ট্রেন গুলো পরবর্তীতে আপ লাইন দিয়ে চলাচল শুরু করেছে। দূর্ঘটনা কবলিত তূর্ণা নিশিথা ট্রেনের বিকল হয়ে যাওয়া ইজ্ঞিন উদ্ধার করে সীতাকু- ষ্টেশনে রাখা হয়েছে। রেল লাইন মেরামত ও ডাউন লাইনের উপর থেকে লরি সরিয়ে নেওয়ার পর বুধবার দুপুর সোয়া ১২ টা থেকে আপ ও ডাউন লাইনে আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে।