ভৈরবে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি গ্রামের বিজয়ী ইউপি সদস্য মাহতাব মিয়া ও পরাজিত ইউপি সদস্য মানিক মিয়ার সমর্থকদের মাঝে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিজয়ী ইউপি সদস্য মাহতাব মিয়ার সমর্থক নারী পুরুষ সহ ২০ জন আহত হয় এবং বেশ কয়েকটি বাড়ী ঘর ভাংচুর সহ লুটপাটের অভিযোগ পাত্তয়া গেছে। ঘটনায় আহতদের উদ্ধার করে এলাকাবাসী ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এলাকাবাসী। তাদের মধ্যে জিল্লু মিয়া (৬০)নামের একজন কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও নবনির্বাচিত চেয়ারম্যান ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এলাকাবাসী জানায়, বুধবার সকাল ৯ টার সময় তুলাকান্দি গ্রামের পরাজিত ইউপি সদস্য মানিক মিয়ার সমর্থকরা দেশিয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে বিজয়ী ইউপি সদস্য মাহতাব মিয়ার সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালায়। হামলা করে ভাংচুর চালানোর সময় প্রতিহত করতে এগিয়ে এলে উভয়ের মাঝে ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয় এতে মহিলা সহ প্রায় সাত জন আহত হয়। অপদিকে মঙ্গলবার রাতে পরাজিত ইউপি সদস্যদের লক্ষ্য করে উস্কানী মূলক মন্তব্য কে কে কন্দ্র করে গত রাতে ও এই দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয়। ওই সময় আরো ৮ জন কে আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা প্রদান করা হয়। সংঘর্ষকারীরা একই বংসের সদস্য বলে জানা যায়।
ভৈরব উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক মাহিনুল ইসলাম বলেন, আহতদের আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছি তবে ,তাদের মধ্যে জিল্লু মিয়া (৬০)নামের একজন কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মস্তোফা জানান, শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি গ্রামের বিজয়ী ইউপি সদস্য মাহতাব মিয়া ও পরাজিত ইউপি সদস্য মানিক মিয়ার সমর্থকদের মাঝে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনা আর যাতে না ঘটে তার জন্য আমরা ঘটনা স্থলে অতির্ত্তি পুলিশ মোতায়েন করেছি। বর্তমানে এলাকা শান্ত আছে।