ফরিদগঞ্জে ইউপি নির্বাচনে নৌকা মার্কা ও আনারস মার্কার সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা ও মিছিলে মূখমুখি সংঘাতে উভয় গ্রুপের প্রায় ২৫ জন আহত হয়। এই সময় কমপক্ষে ৩০টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার ১৬ নং রুপসা (দক্ষিণ) ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ডিবি পুলিশ রাতেই দুইজসকে আটক করেছে। আহতদের মধ্যে দু’গ্রুপের ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দু‘দিক থেকে নৌকা ও আনারস প্রতীকের দু‘গ্রুপের সমর্থকরা গৃদকালিন্দিয়া বাজারের কলেজের সামনে এলে, উভয় দলের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। তাছাড়া ৩০টি মোটর সাইকেল ভাংচুর করে। সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন- আবদুল খালেক (৬০), শাহাজান (৩৫), ফাহাদ (৩০), কবির (২৫), হৃদয় (২৩), সজিব (২০), রানা (২১) ও কাউসার (২২)। এদের মধ্যে ফাহাদ ও হৃদয়কে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে নৌকার প্রার্থীর মোঃ শরিফ হোসেন খান জানান, আমার সমর্থকরা সাহেগবগঞ্জ সড়ক হতে গৃদকালিন্দিয়া বাজারে মিছিল নিয়ে আসা মাত্র আমার শান্তিপূর্ন মিছিলে আনারসের সমর্থকরা প্রার্থী আঃ কাদের খোকন ও তার ভাই জিএস তছলিমের নেতৃত্বে হামলা চালিয়ে আমার ১০/১২ জন কর্মীকে পিটিয়ে আহত করেছে। আহতদের চাঁদপুর ও রায়পুরে চিকিৎসার জন্য পাঠিয়েছি।
এ বিষয়ে আনারস প্রতীকের প্রার্থী আঃ কাদের ( খোকন) জানান, আমার শান্তিপূর্ণ মোটর সাইকেল শোভাযাত্রায় নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শরিফ হোসেনের সমর্থকরা হামলা চালিয়ে ১০/১৫ জন কর্মীকে আহত করাসহ বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করেছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন জানান, সংঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি।