কাউখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মিনারা বেগম (৪৫) মারা গেছেন। তিনি উপজেলার কেউন্দিয়া গ্রামের আব্দুস সালাম হাওলাদারের স্ত্রী। মিনারা বেগম উপজেলা প্রেকৌশলী অফিসের এলসিএস মহিলা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ১৭ ডিসেম্বর কাউখালী থেকে অটো গাড়িতে এই তিন মহিলা কেউন্দিয়া তাদের বাড়িতে যাইতেছিলো। স্বরুপকাঠী থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা কাউখালী আশ্রম গেটে আগে বালুর মাঠ নামক স্থানে যাত্রীবাহী বাস চাপায় এই তিন নারী গুরুতর আহত হয়। তাদের মধ্যে মিনারা বেগমের দুটি পা ভেঙে চুরমার হয়ে যায়।
পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে প্রেরন করলে সোমবার রাতে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাউখালী থানা পুলিশ বাসটি আটক করেছে।