শ্রীমঙ্গলে ওয়াশ এসডিজি প্রজেক্টের অধীনে হোপ ফর দ্য পুওরেস্ট এর পক্ষ থেকে ওয়াশ স্যনিটেশন ও স্যানিটারী ন্যাপকিন উদ্যোক্তাদের নিয়ে এক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আশা’র শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ কার্যালয়ে Follow up Linkage meeting between Entrepreneurs and MFI, ASA শিরোনামে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আশা’র জেলা ব্যবস্থাপক , আঞ্চলিক ব্যবস্থাপক,শাখা ব্যবস্থাপক এবং অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ৪ জন স্যানিটেশন উদ্যোক্তা এবং ৫ জন স্যানিটারী ন্যাপকিন উদ্যোক্তা ছিলেন। উক্ত সভায় আশা’র ম্যানেজারদের সাথে হোপ ফর দ্য পুওরেস্ট এর উদ্যোক্তাদের মত বিনিময় হয়। আশা তাদের ঋণ প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে উদ্যোক্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন। উদ্যোক্তা ও তাদের সমসাময়িক ব্যবসার অবস্থা স¤পর্কে কথা বলেন। পাশাপাশি আশা থেকে ঋণ নিয়ে উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়িক কার্যাবলী স¤পর্কে মুক্ত আলোচনা করেন।
উদ্যোক্তাদের সার্বিক ব্যবসায়িক উন্নতির জন্য আশা তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। আশা’র আঞ্চলিক ব্যবপস্থাপক মো: আকছির মিয়া বলেন, কোন উদ্যোক্তা যদি অর্থের অভাবে তার ব্যবসা করতে না পারেন তবে শর্ত সাপেক্ষে সে খুব সহজেই আশা থেকে ঋণ নিতে পারবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক মো: আছকির মিয়া, শাখা ব্যবস্থাপক আব্দুল হক, হেলাল উদ্দিন, ট্রেনিং অফিসার সাদিয়া আফরিন, ওয়াশ মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো: রুহুল আমিন প্রমুখ। সভায় ৪ জন স্যানিটেশন উদ্যোক্তা এবং ৫ জন স্যানিটারী ন্যাপকিন উদ্যোক্তাসহ ২৭ জন অংশগ্রহণ করেন। প্রসঙ্গত হোপ ফর দ্য পুওরেস্ট নেদারল্যান্ডভিত্তিক দাতাসংস্থা সিমাভীর আর্থিক সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট, সাতগাঁও ও কালিঘাট ইউনিয়নে পানি পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে উদ্যোক্তা তৈরীর মাধ্যমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে নারী, শিশু, কিশোর-কিশোরী ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওয়াশ বিষয়ে টেকসই উন্নয়নের জন্য কাজ করছে।