বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাঃ একেসুত্রে গাঁথা,এই প্রতিপাদ্য এ বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে দুইদিন ব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ'২১ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আবু রায়হান পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার সাইদা আলম,প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,সাংবাদিক, উপজেলা পরিষদের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর শিক্ষা প্রতিষ্ঠানের স্টল গুলো পরিদর্শন করেন নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম ও অতিথিবৃন্দ।
এই মেলায় ১৭টি বিদ্যালয়,৩টি কলেজ ও ১টি মাদ্রাসা অংশগ্রহণ করেন।