নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী দিলো রিক্সাচালক তারা মিয়া। সোমবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গরা ও দেবথৈল এলাকার শিক্ষার্থীদের এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার,সাংবাদিক আল নোমান শান্ত,মাদ্রাসার শিক্ষক নূর মোহাম্মদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।
মাদ্রাসা শিক্ষক নূর মোহাম্মদ বলেন, দীর্ঘদিন ধরেই রিক্সা চালক তারা মিয়া শিক্ষার্থীদের খাতা কলম সহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী দিয়ে আসছেন, আমরা তারা মিয়ার মঙ্গল কামনা করি।
রিক্সা চালক তারা মিয়া বলেন, ছোট বেলায় টাকার অভাবে আমি পড়াশোনা করতে পারিনি, আমি রিক্সা চালিয়ে যা পাই তা থেকে কিছু টাকা সঞ্চয় করে প্রায় ৭বছর ধরে মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ে পড়-য়া হত-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও খেলাধুলার সামগ্রী বিতরণ করে আসছি।