চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামের সাধক পূরুষ মহাযোগী শ্রী শ্রী ব্রজেন্দ্রনন্দন সাধুবাবাজীর জীবনী গন্হের মোড়ক উন্মোচন করা হয়েছে। বাবাজীর একনিষ্ঠ শিষ্যা ও সেবিকা মহিয়সী সাধ্বী শ্রীমতি প্রেমদা চৌধুরীর ৩৮তম প্রয়ান বার্ষিকী উপলক্ষে এই গ্রন্হের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে বাবাজীর সাধনাপীঠ ভজন কুঠির আশ্রম চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার অশোক কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাস্টার পরিমল কান্তি দে, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অলক মহাজন, হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ নেতা অনুপম বড়ুয়া ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার সুজন তালুকদার। ভজন কুঠির পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক মাস্টার সঞ্চয় দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন সজীব কুমার শীল। বক্তব্য রাখেন ভজন কুঠির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ব্যাংকার জুয়েল দাশ ও শংকর চৌধুরী। বক্তারা বলেন সাধুবাবাজীর জীবনী গন্হের প্রকাশ একটি দূরুহ কাজ ছিল। দীর্ঘ প্রায় ২০ বছর বিভিন্ন স্হান থেকে বাবাজীর মূল্যবান তথ্যাদি সংগ্রহ করে এই জীবনীগ্রন্হ প্রকাশ করা হয়েছে। যেই গ্রন্হের মাধ্যমে নতুন প্রজন্ম এই সাধুবাবাজীর আধ্যত্মিক ও অলৌকিক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা জানতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ আশীষ চৌধুরী, শিক্ষক পীযুষ কুমার নাথ, ডাঃ রাসেল নন্দী, হারাধন চৌধুরী, কাজল কান্তি শীল, রাশুতোষ বড়ুয়া, সত্যজিত বড়ুয়া প্রমূখ।