মেহেরপুর গাংনীর কাথুলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যাদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কাথুলী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি সচিব আবদুল মতিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও কাথুলী ইউনিয়নের পরপর তিন বারবারের নির্বাচিত চেয়ারম্যান মো: মিজানুর রহমান রানা।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সহ নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ এবং বিদায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।