মেহেরপুরের গাংনীতে জোরপূর্বক বাড়ি ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের পশ্চিম মালসাদহ গ্রামের ঐ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জিয়ারুল ইসলাম বলেন,কৃষি ব্যাংক থেকে নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ২০১৫ সালে ১১ জমি ও বাড়ি ক্রয় করার পর খরিজ খাজনা করে ঐ বাড়িতে বসবাস করে আসছি। কিন্তু গত কয়েকদিন আগে জনৈক্য রফিক নামের এক ব্যক্তি বাড়ি ও জমি তার দাবি করে জোর পূর্বক দখলের পায়তারা করছে। জমি দখল নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে একারনে নিরাপত্তার জন্য গাংনী থানায় জিডি করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাবেক প্যানেল মেয়র নবীর উদ্দীন,আওয়ামীলীগ নেতা লুইস সহ ভুক্তভুগীর পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেন।