ফরিদপুরের বিভিন্ন এলাকায় শীতার্ত দরিদ্র শিক্ষার্থী ও নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে শাহ্জালাল ইসলামি ব্যাংক। ব্যাংটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন স্পট ও প্রতিষ্ঠানে চার হাজার মানুষকে দেয়া হয় এই কম্বল।
রোববার দিনব্যাপী ব্যাংকটির প্রাক্তন চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ.কে আজাদের সৌজন্যে প্রদত্ত এই কম্বল বিতরন উপলক্ষ্যে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরায় এম.এ আজিজ হাই স্কুল ও সরকারী প্রথমিক বিদ্যালয়, স্থানীয় ডা. আবুল হাসেমের বাড়ী, শহরের টেপাখোলায় নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, ধলার মোড় ও স্লুইজ গেট এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেসকল অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামি ব্যাংক ফরিদপুর শাখার ব্যাবস্থাপক মনিরুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, এম.এ আজিজ হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আবুল হাসেম, সমাজসেবক শামসুদ্দিন করিম, উন্নয়ন সংস্থা একেকে’র নির্বাহী পরিচালক এমএ জলিল, পরিচালক এবিএম আলাউদ্দীন, এম.এ আজিজ হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সাইফুদ্দিন, নূরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার চায়নাসহ বিশিষ্ট জনেরা।