চট্টগ্রামের হাটহাজারীতে গলায় রশি লাগিয়ে রহিমা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০ টার দিকে হাটহাজারী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কামাল পাড়ার সুলতান বলির বাড়ির শফি ভবনে এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম ওই ভবনের প্রবাসী মোঃ শফিকুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাসার ছাদের সিঁড়ি ঘরের তীরের সাথে গলায় রশি লাগিয়ে আত্মহত্যার চেস্টা করেন। এ সময় উপস্থিত লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহতের দুই ছেলে ও এক মেয়ে।
শারিরীক অসুস্থতা ও মানসিক চিন্তায় আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনকারী থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন,আইনানুগ ব্যবস্থা গ্রহনের পর পরিবারের কাছে নিহতের লাশ বুঝিয়ে দেয়া হবে বলে গণমাধ্যমকে জানান।