নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের ২০২২-২০২৩ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক ইত্তেফাকের সেনবাগ সংবাদদাতা খোরশেদ আলমকে সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সেনবাগ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার সময় সেনবাগ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের বিদায় সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক আবদুল আউয়ালের সঞ্চালনায় সাংবাদিকের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শেষে দৈনিক প্রথম আলোর নোয়াখালীর স্টাফ রিপোর্টার এবং সেনবাগ প্রেসক্লাবের আজীবন সদস্য মাহবুবুর রহমানের তত্বাবধানের প্রেসক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ও গোপন ভোটাভুটিতে দৈনিক ইত্তেফাকের সেনবাগ সংবাদদাতা খোরশেদ আলম সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সেনবাগ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এতে সহ-সভাপতি নিবাচিত হয়েছে দৈনিক দিনকালের সেনবাগ প্রতিনিধি সাখাওয়াত উল্লাহ, সহ-সাধারন সম্পাদক নিবাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারী, কোষাধক্ষ নিবাচিত হয়েছেন দৈনিক সংবাদের সেনবাগ প্রতিনিধি মোঃ ইব্রাহিম, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক দৈনিক যায়যায়দিনের সেনবাগ প্রতিনিধি নুর হোসইন সুমন, এবং কার্য নির্বাহী সদস্য নিবাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সেনবাগ প্রতিনিধি কাজী ফখরুল ইসলাম ও দৈনিক মানবজমিনের সেনবাগ প্রতিনিধি আবদুল আউয়াল।
এতে সদস্য নিবাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর নোয়াখালীর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান সাপ্তাহিক বৈশাখী বানীর সম্পাদক গোলাম ছারওয়ার রিপন, দৈনিক ইত্তেফাকের লাঙ্গলকোট প্রতিনিধি মজিবুর রহমান মোল্লা , সাপ্তাহিক বৈশাখী বানীর স্টাফ রিপোর্টার জামাল হোসেন কচি,আলোকিত বাংলাদেশের সেনবাগ প্রতিনিধি বশির আহমেদ ও আজকের কাগজের সেনবাগ প্রতিনিধি মঞ্জুর আলম।