চট্টগ্রামের চন্দনাইশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল আলীম নৌকা প্রতীক ও বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোরশেদুল আলম আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে লাঠি শোটা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টার সময় ধোপাছড়ি হাইস্কুলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে । এসময় বিক্ষুদ্ধ জনতা উভয় পক্ষের নির্বাচনী পোষ্টার ও অফিসের ভাংচুর করে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্ষন্ত্য এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ধোপাছড়ি পুলিশ ফাঁিড়র ইনচার্জ আতাউল হক চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রনে আসা হয়েছে।