দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণিসম্পদ বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপজেলার পাকুড়ডাঙ্গাস্থ ব্যাটারী খানা এলাকার সিসাযুক্ত ধানের খড় অন্যত্র বিক্রি হচ্ছে। ওই সিসাযুক্ত খড় খেয়ে গত এক সপ্তাহের ব্যবধানে আরও চারটি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার ও শনিবার একদিনের ব্যবধানে উপজেলার পৌরশহরের পূর্ব গৌরীপাড়া এলাকার শরিফুল ইসলামের একটি গাভী গরু ও একটি শাহিওয়াল গরু মারা গেছে।
গরুগুলোর মৃত্যুর আগে যেসব উপসর্গ দেখা দিয়েছিল, একই উপসর্গ নিয়ে পাকুড়ডাঙ্গা ব্যাটারী কারখানা এলাকার সিসাযুক্ত খড় ও ঘাস খেয়ে মরে যাওয়া ৩৫ টি গরুর সাথে হুবাহু মিল রয়েছে।
মৃত গরুর মালিক শরিফুল ইসলাম জানান, ফুলবাড়ী হাট থেকে খড় কিনে গরুগুলোকে খাওয়ার পরপরই মুখ থেকে ফেনা বের হওয়া, তীব্র ঝাঁকুনি, খাওয়া বন্ধ করে দেওয়া, উন্মাদের মতো ছটফট করতে শুরু করে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসা নিয়েও কোন কাজ হয়নি। একদিনের ব্যবধানে দেড় লাখ টাকা মূল্যের গরু দু’টি মারা যায়।
অপর গরুর মালিক আব্দুল আব্বাস জানান, ফুলবাড়ী শহর থেকে খড়ের সানি (খড়ের গো-খাদ্য) কিনে গরুকে খাওয়ার পরপরই তার দু’টি গরুরই মুখে ফেনা বের হতে শুরু হয়। এরপর ঝাঁকুনী আর ছটফট করতে করতে গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) একটি মারা যায়। পরদিন বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে একই উপসর্গ নিয়ে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকের সামনেই অপর গরুও মারা যায়।
স্থানীয়রা বলছেন, প্রাণিসম্পদ বিভাগের নিষেধাজ্ঞা সত্ত্বেয় এলাকার কিছু ব্যক্তি তাদের জমির সিসাযুক্ত ধানের খড় গোপনে হাটবাজারে বিক্রি করছেন। ওই খড় খেয়ে গবাদিপশুর মৃত্যু হচ্ছে। এটি বন্ধ করা না গেলে এলাকায় গবাদিখাতে বড়ধরণের সর্বনাশ ডেকে আনবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবীব বলেন, একই কারণে তো সব গরুর মৃত্যু হয় না? তবে মৃত গরুগুলোর মধ্যে একটি গরুর মাথা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে প্রকৃত কারণ জানা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, দক্ষিণ বাসুদেবপুর ও মহেষপুর এলাকার সীসাযুক্ত ধানের খড়গুলো মালিকদের ক্ষতিপূরণ দিয়ে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ এলাকাবাসীর সাথে কথা বলে স্থানীয়দের আতঙ্ক নিরসনে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ ডিসেম্বর) দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৭ পৃষ্ঠায় “বিষক্রিয়ায় ৩৫টি গরুর মৃত্যু প্রমাণিত, ঘাস ও খড়ে মাত্রাতিরিক্ত সিসা শনাক্ত” শীর্ষক একটি সচিত্র সংবাদ প্রকাশ পায়।