দিনাজপুরে ফুলবাড়ী উপজেলাসহ আশপাশের এলাকাগুলোতে প্রতিদিন তাপমাত্রা কমতে শুরু করেছে। ঘন কুয়াশার পাশাপাশি উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস বইছে। তীব্র শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।
শুক্রবার সকাল ৬ টায় দিনাজপুরে ২৫ দশমিক ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ বলে জানায় আবহাওয়া অফিস।
জানা যায়, ফুলবাড়ী পৌরশহরসহ আশপাশের হাটবাজারের গরম কাপড়ের দোকানে ভিড় বাড়ছে। সেই সঙ্গে ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশকের কারিগররা। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো সাবধানে যাতায়াত করছে। দিনেও হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করছে।
দিনাজপুর আবহাওয়া অফিস জানান, গতকাল শুক্রবার সকাল ৬ টায় ২৫দশমিক ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ৭০ শতাংশ; সেই সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ কিলোমিটার ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতি ১০ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে। দিন-রাতের তাপমাত্রার বেশ পার্থক্য থাকছে। রাতে ও সকালে তাপমাত্রা কমে যাচ্ছে, আবার দিনের মধ্যভাগে থাকছে রোদের তাপ।
শীতের কারণে দিনমজুর ও ক্ষেতমজুররা ঠিক মতো কাজ করতে পারছে না। রিকশাভ্যান শ্রমিকরা কাজে আসছে বেলা বাড়ার পর থেকে। শীতের কারণে জনশূন্য থাকছে শহরগুলো। শীতের গরম কাপড়ের অভাবে মানবেতর জীবন যাপন করছে অসহায় দুস্থ মানুষরা।