নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনাজপুরের হিলিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন পালন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন জামতলী মিশনে শত শত খ্রিস্টান ধর্ম অনুসারীদের উপস্থিতিতে বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হয়।
সকল খ্রিস্টান অনুসারীদের নিয়ে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন পাঁচবিবি উপজেলার পাথরঘাটা ক্যাথালিক মিশনের ফাদার মারছিলুস। দেশের কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।