পিরোজপুরের নাজিরপুরে ইয়াবাসহ মো. রাকিব শেখ (৩২) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে তাকে উপজেলার সাতকাছিমা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই এলাকার মো. হেমায়েত হোসেন শেখের ছেলে ও উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম ওই ছাত্রলীগ নেতাকে ইয়াবাসহ গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি পুলিশের তালিকা ভুক্ত নিয়মিত মাদক কারবারি। নাজিরপুর থানার এসআই মো. ইয়াসির হোসেন জানান, ওই রাতের সাড়ে ৮ টার দিকে ওই মাদক কারবারীসহ অন্যরা উপজেলার সাতকাছিমা মাদরসার পিছনের কাদের মোল্লার বাড়ির কাছের একটি রাস্তায় বসে মাদক বেচা-কেনা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা অন্য মাদক কারবারিরা পালিয়ে গেলেও ছাত্রলীগ নেতা রাকিবকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে তার সাথে থাকা ২৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উপজেলা ছাত্রলীগের জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক শেখ মো. আল আমিন গ্রেফতারকৃত রাকিব শেখ উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে স্বীকার করেছেন।