নোয়াখালীর সেনবাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালমন্দ করার অভিযোগে সেনবাগ থানা পুলিশ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন ৮নং ওর্য়াড স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ জালাল মিয়াকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত জালাল মিয়া ছাতারপাইয়া ইউপির ৮নং ওয়ার্ড বিরাহিমপুর গ্রামের দাইয়া মিয়ার ছেলে ও ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল সভাপতি হিসাবে দায়ীত্বরত।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জানান তাকে শুক্রবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরন করা হয়েছে।
জানাগেছে,স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জালাল মিয়া বিভিন্ন সময় এলাকায় প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নাম নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করতো। এই নিয়ে ছাতারপাইয়া ইউপির ৮ং ওয়ার্ড যুবলীগ সভাপতি নুরনবী এর প্রতিবাদ করলে জালাল তাকেও গালাগাল করে এবং কিলঘুসি দিয়ে আহত করে।
এঘটনায় নুর নবীর দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ বৃহস্পীতবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এবং শুক্রবার দুপুরে তাকে নোযাখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে বলে নিশ্চিত করেন,সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী।