চন্দনাইশের গাছবাড়িয়ায় বৃহস্পতিবার ভোর রাতে মোবাইল দোকান চুরি সংগঠিত হয়েছে। গাছবাড়িয়া হাজী রিভাইন প্লাজায় মা মনি টেলিকম দোকানের তালা ভেঙ্গে মূল্যবান মোবাইল চুরি করে নিয়ে গেছে।যার মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে দোকান মালিক জানিয়েছেন। এ ঘটনায় মালিক মোফাচ্চেল বাদী হয়ে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার সত্যতা নিশ্চিত করেন।