পঞ্চগড়ের বোদা উপজেলাকে শতভাগ স্কাউটস উপজেলা ঘোষণা করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম। এ উপলক্ষে বৃহস্পতিবার বোদা মডেল সরকারি স্কুল এ- কলেজ মাঠে জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলন করার পর বেলুন উডিয়ে এর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট বোদা উপজেলা শাখার সভাপতি মোঃ সোলেমান আলী এর সভাপতিত্বে বোদা উপজেলার শতভাগ স্কাউটস উপজেলা ঘোষণা উপলক্ষে উদ্বোধীন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন পৌর বোদা পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা। এ সময় উপজেলার সকল স্কুলের প্রধান শিক্ষক, স্কাউটস শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।