হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৩ নেতাকর্মীকে বহিস্কার করেছে জেলা আওয়ামীলীগ। বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারন সম্পাদক’র যৌথ স্বাক্ষওে বহিস্কারের চিঠি প্রেরন করা হয়। বহিস্কৃতরা হলেন উপজেলার ধর্মঘর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ফারুল আহম্মদ, বহরা ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান আরিফুর রহমান, আওয়ামী লীগ কর্মী এহতেশাম উল বার চৌধুরী লিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তাজুল ইসলাম, আদাঐর ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আশেকুর রহমান দুলাল,জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মাসুদ খাঁন, সাবেক সভাপতি নাসিরউদ্দিন খাঁন, আওয়ামী লীগের কর্মী আবদুল জলিল মনু, বুল্লা ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, আওয়ামী লীগ কর্মী মোঃ বশির মিয়া, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শহিদ উদ্দিন আহম্মদ, আওয়ামী লীগ কর্মী মিজবাহউদ্দিন সোয়েব।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড.আলমগীর চৌধুরী বলেন-দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বহিস্কার করা হয়েছে। এবং চুডান্ত বহিস্কারের জন্য কেন্দ্রে প্রেরন করা হয়েছে।