হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন প্রার্থী ব্যালট পেপারে হাত দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রশাসন একটি অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য কাজ করছে। সকল প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে কোন অবস্থাতে যাতে আইনশৃঙ্খলা ভঙ্গ হয় সে কাজ করা যাবে না। ইভিএম একটি স্বচ্ছ প্রক্রিয়া। এ ক্রিয়ার বিরুদ্ধে অপ প্রচার চালানো যাবে না। তিনি বৃহস্পতিবার দুপুওে মাধবপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে ইউ/পি নির্বাচন উপলক্ষে আচরণবিধি অবহিত করণ ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এস.এম মুরাদ আলী। এ ছাড়া অন্যানদেও মধ্যে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদ,সহকারি কমিশনার ভ’মি মোঃ মহিউদ্দিন,থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আবদুর রাজ্জাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান,পারভেজ হোসনে চৌধুরী,মাহবুবুর রহমান সোহাগ, মোঃ ফারুক পাঠান, ফাতেমা তুজ জোহরা,মাসুদ মিয়া, ইমরুল হোসাইন, মিনহাজউদ্দিন কাসেদ, নেপাল দাস, ফাতেমা তুজ জোহরা প্রমুখ।