কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সহনশীলতা নৈতিকতা এবং মূল্যবোধের সংস্কৃতির প্রকাশ ও উন্নয়নের লক্ষ্যে নারী উন্নয়ন শক্তি’র বাস্তবায়নে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন-এর সহায়তায় ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রামের অর্থায়নে আটদিনব্যাপী উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যন অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবদুল জব্বার সহ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়া উপস্থিত ছিলেন যথাক্রমে নারী উন্নয়ন শক্তি’র নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন এবং উপদেষ্টা ড. সুলতান মুহম্মদ রাজ্জাক। দৌলতপুর উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় দশ হাজার নারী-পুরুষ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।