পিরোজপুরের নাজিরপুরে দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) উপজেলার স্বাধীনতা মঞ্চে জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন চেয়ারম্যানদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ শাদীদ মেম্বারদের শপথ পাঠ করান। ওই দিন বেলা ১১ টায় উপজেলার ৩টি ইউনিয়নের ৩ জন চেয়ারম্যান, ৯ জন সংরক্ষিত নারী সদস্য ও ২৭ জন সাধারন সদস্য এ শপথ পাঠে অংশ নেন। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।