পঞ্চগড়ের বোদায় ষড়যন্ত্র মুলক ভাবে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হবিবর রহমান ও তার ছেলে আবদুল হান্নানকে মামলায় আসামি করায় তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী উঠেছে। গত ১৯ ডিসেম্বর রোববার দুই শতাধিক মানুষকে সাথে নিয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে একটি গণসাক্ষর দাখিল করা হয়। গণ সাক্ষরের অভিযোগ সুত্রে জানা যায় জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আজিজার ও ইউনুস গ্রপের মধ্যে অবৈধভাবে জমি দখল ও মারপিটের ঘটনা ঘটে। ঐ ঘটনায় ইউনুস গ্রুপ আজিজার রহমান মাষ্টারকে প্রধান আসামি করে বোদা থানায় একটি মামলা দায়ের করা হয়। হবিবর রহমান যে স্কুলের সহকারী শিক্ষক আজিজার রহমান ঐ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। যে দিন জমি সংক্রান্ত মারপিটের ঘটনা ঘটে সেই দিন প্রাইমারী স্কুল শিক্ষক হবিবর রহমান সকাল ১০ টা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত স্কুলে অবস্থা করছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঐ দিন হবিবর রহমানের স্কুলে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন। আজিজার রহমানের উপর মামলা হওয়ার পর থেকে আজিজার রহমান স্কুলে আসা বন্দ করে দেয়। আজিজার রহমান তার এক অনুসারী দিয়ে পঞ্চগড় কোর্টে হবিবর রহমান ও তার ছেলে আবদুল হান্নানকে হয়রানীমুলক ভাবে মিথ্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, কোন নির্দোষ ব্যাক্তির উপর অন্যায় ভাবে মিথ্যা মামলা দায়ের করা হলে তা তদন্ত সাপেক্ষে আইননানুক ব্যবস্থা গ্রহন করা হবে।