শেরপুরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারীর মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করতে ১শ ৬৫টি আসনের বিপরীতে ৪শ ৮৩ জন শিক্ষার্থীর মাঝে সোমবার সকালে স্কুল মাঠে লটারীর মাধ্যমে ভর্তি কার্যকম অনুষ্ঠিত হয়েছে। এতে লটারীর মাধ্যমে ১শ ৬৫ জন শিক্ষার্থীকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত করা হয় এবং সংরক্ষিত আসনে ১৫ জন শিক্ষার্থীসহ মোট ১শ ৮০ জন শিক্ষার্থী ৬ ষ্ঠ শ্রেনিতে ভর্তি করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক এ প্রতিনিধিকে জানান ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ৫শ ৩৫জন শিক্ষার্থী ফরম উত্তোলন করলেও ৪শ ৯৭ জন শিক্ষার্থী আবেদনপত্র জমা দিয়েছেন। এবার লটারীর মাধ্যমে ২০জন শিক্ষার্থী আপেক্ষামান তালিকায় রাখা হয়েছে।
এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান। এ লটারী অনুষ্ঠানে সহকারি কমিশনার ভূমি, (এসিল্যান্ড) কাউছার আহাম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার আবদুর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান, স্থানীয় সংবাদ কর্মীগণ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।