কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ঘোড়াউত্রারা নদী এলাকায় রোববার ভোর রাতে বল্ক হেড স্টিল বডির সঙ্গে নৌকার মুখোমুখি সংঘর্ষে একজন নৌকার মাঝি নিখোঁজ আহত হয়েছেন ২জন ও আটক হয়েছেন ৩জন। নিখোঁজ ব্যাক্তির নাম মংলু মিয়া (৬৫)। এ সময় বল্ক হেডের থাক্কায় জয় বর্মন (২০) ও নবেন বর্মন (৪০) আহতদের বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন উসমান মিয়া (৩৫), মুর্শিদ মির্জা (৪০), আমির হামজা (২৫)। জানাযায় গত শনিবার রাতে বল্ক হেড ও নৌকার ৮জন যাত্রী ছিল। এ ব্যাপার নিকলী থানায় একটি মামলা হয়েছে। নিকলী থানার তদন্ত কর্মকর্তা আনিছুর রহমান সতত্য স্বীকার করে বলেন, নদীতে অভিযান চালানো হয়েছে।