শুক্রবার মেহেরপুরে সালোম চার্চ অব বাংলাদেশ -এর হলরুমে কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এবং সালোম চার্চ অব বাংলাদেশ-এর আয়োজনে লবি ও এ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহায়তায় জেলার ইউথ গ্রুপের সদস্যদের নিয়ে লবি ও অ্যাডভোকেসি বিষয়ক দক্ষতা অর্জনের লক্ষ্যে ১৭ ডিসেম্বর ২০২১ সালে প্রশিক্ষণটি আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ইউথ গ্রুপের মোট ১৯ জন সদস্য অংশগ্রহণ করেন এদরে মধ্যে ১২ জন পুরুষ ও ০৭ জন নারী সদস্য। কুষ্ঠ ও প্রতিবন্ধীদের পক্ষে সরকারী-বেসরকারী সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে জেলার ইউথ গ্রুপের সদস্যদের লবি ও অ্যাডভোকেসি বিষয়ে দক্ষতা অর্জন করার লক্ষ্যে উক্ত প্রশিক্ষণটি পরিচালিত হয়। প্রশিক্ষণে অন্যান্য বিষয়ের পাশাপশি লবি ও অ্যাডভোকেসি বিষয়ক প্রাথমিক ধারনা, স্টেকহোল্ডার বিশ্লেষণ, দাবী বিষয়ক পত্র তৈরি, ম্যাসেজ ফ্রেমিং মাইন্ড ম্যাপিং বিষয়েও আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন এইপি প্রজেক্টের জেলা কো-অর্ডিনেটর সন্ধ্যা মন্ডল । প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট অফিসার সব্যসাচী সিনহা ও আলো সোসাইটির প্রজেক্ট অফিসার ক্লিন্টন মালাকার।
প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রি প্রজেক্টের সিও রোজমেরী পাল ও মার্টিন লাহেড়ীসহ প্রমুখ।