পঞ্চগড়ের বোদায় লতিফুর (৩০) নামে ব্যাটারি চালিত অটো চালকের মরদেহ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নে বোয়ালমারী বারণী গলাকাটা নামক স্থান হতে এই মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মৃত লতিফুরের অটো ও মোবাইল ফোনটি দূষ্কৃতিকারীরা নিয়ে যায়। সে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মাগুরাপাড়া গ্রামের খামির উদ্দীনের ছেলে। লতিফুর পেশায় একজন ব্যাটারি চালিত অটো চালক। এলাকাবাসী গতকাল সকালে লতিফুরে মৃত মরদেহটি দেখতে পেয়ে বোদা থানায় খবর দেয়। খবর পেয়ে বোদা-দেবীগঞ্জ এরিয়ার সার্কেল অফিসার এএসপি একরামুল হক, বোদা থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোদা থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় একটি ইউ’ডি মামলা হয়েছে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে এ ঘটনায় আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।