শনিবার মেহেরপুর প্রেস ক্লাব-এ কুষ্ঠ ও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সেবা প্রাপ্তিতে রাজনৈতিক দল ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও সালোম চার্চ অব বাংলাদেশে-এর আয়োজনে এবং ‘দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনালÑবাংলাদেশ-এর সহযোগিতায় ১৮ ডিসেম্বর, ২০২১ ইংরেজি তারিখে গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে কুষ্ঠ বিষয়ক অবহিতকরণ, আন্তঃসম্পর্ক উন্নয়ন ও সহায়তা শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপ্রতি মোঃ ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আয়ূব হোসেন এবং জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক এ.এস.এম সাইদুর রাজ্জাক।
এই কর্মশালার উদ্দেশ্য হলো মেহেরপুর জেলার কুষ্ঠ ও প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করা। কর্মশালাটির পরিচালনা করেন দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর প্রজেক্ট অফিসার সব্যসাচী সিনহা ও নোয়েল টপ্প। দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ম্যানেজার মিঃ এলেক্স ফ্রাঙ্ক রলিম।
আলোচকবৃন্দ লেপ্রসী মিশন-এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানার পরে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের পক্ষে কাজ করার ব্যপারে আগ্রহ প্রকাশ করেন।
কর্মশালায় এছাড়াও উপস্থিত ছিলেন আলো-সোসাইটির প্রজেক্ট অফিসার ক্লিন্টন মালাকার, লেপ্রসী মিশন ইন্টারন্যাশনালের প্রজেক্ট অফিসার জেমস নোয়েল বাড়ৈ, সালোমের মেহেরপুর জেলা কো-অর্ডিনেটর সন্ধ্যা মন্ডল, ফ্রি প্রজেক্টের সিও রোজমেরী পাল ও মার্টিন লাহেড় প্রমুখ।