খাস জমিতে থাকা বসত ভিটা থেকে উ”েছদ, বর্গা চাষের জমি থেকে হটানো ও ব্যবসায়িক প্রতিদ্বন্দিতার ৩ কারণে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের পরিশ্রমী যুবক মিরাজ শেখ (৩৫) নির্মম ভাবে হত্যার করা হয়েছে বলে জানাগেছে। একমাত্র পুত্র মিরাজ খুনের ঘটনায় গত ১৫ ডিসেম্বর তার মা মাকসুদা বেগম বাদী হয়ে কেওড়া ইউপি সদস্য নজর“ল ইসলাম ও উজ্জ্বল মেম্বারসহ ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর থেকে ২নং আসামি উজ্জ্বল মেম্বার ও তার দলবল নিহত মিরাজের মা ও স্ত্রীকে প্রকাশ্যে হুমকি দেয়ায় অসহায় পরিবারটি চরম আতঙ্কে দিন কাটা”েছ বলে জানা গেছে। অন্যদিকে মিরাজ হত্যার ৩দিন পূর্বে ওই আসামিরা গভীর রাতে তার বাড়ী থেকে তুলে নেয়ারও চেষ্টা করেছিল বলে বাদী মাকসুদা বেগম ও নিহতের স্ত্রী রোজিনা বেগম অভিযোগ করেছে।
মামলার বিবরনে জানাগেছে, সরকারি এনিমি জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে আসামীদের বেশ কিছু দিন ধরে নৈকাঠি গ্রামের শেখ সত্তারের ছেলে মিরাজ শেখ ও তার পরিবারের ক্ষয়ক্ষতি করতে উঠেপড়ে লাগে। এঅবস্থায় গত ১৪ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মিরাজ শেখ বাড়ী থেকে ধান মারাইয়ে মেশিনের তেল ক্রয়ের জন্য কেওরা ইউনিয়নের নৈকাঠি বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে মিন্টুর গ্যারেজের কালভার্টের কাছে পৌছলে আসামিরা তার পথরোধ করে। এ সময় পূর্বপরিকল্পিত ভাবে আসামি ইউপি সদস্য নজর“ল ইসলাম ও ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক ইউপি সদস্য উজ্জল, সেলিম মৃধা, আকবর, ইউনুস খান, হাফিজুল তালুকদার, সুজন তালুকদার, লিটু মৃধা, ইমাম মৃধা, নাইম হোসেন, জসিম, টুকা ঠাকুরসহ অজ্ঞাত আরো কয়েকজন রামদা, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্রশ্বস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। আসামিরা তাকে ঘিরে ধরে দুই পা, হাত পিটিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়, দুই চোখ নষ্ট করে দেয় এবং বুকে,পেটে মাথায় রক্তাক্ত জখম করে।
এ বিষয় সরেজমিন পরিদর্শনকালে প্রত্যক্ষদর্শী ও ¯’ানীয় কয়েকজন নামপ্রকাশ না করার শর্তে জানায়, মুলত ৩টি কারণে সৎ ও পরিশ্রমী যুবক মিরাজ শেখ (৩৫) কে ইউপি সদস্য নজর“ল-উজ্জল ও তাদের বাহিনীর ক্যাডাররা মধ্যযুগিয় কায়দায় নির্যাতন চালিয়ে হত্যার করেছে। এরমধ্যে প্রথমত: কেওড়া কেবিআই স্কুলের পাশে একটি সরকারী খাস সম্পত্তিতে প্রায় ৪০ বছর পূর্ব থেকে নির্মিত বসতঘরে মিরাজ শেখ তার মা, স্ত্রী, দুই শিশু সন্তান নিয়ে বসবাস করে আসছে। পাশেই ৩নং আসামি সেলিম মৃধার একটি মাছের ঘের থাকায় তাদেরকে উ”েছদ করে ঘের বড় করার জন্য এই চক্র নানা হুমকি-ধমকি দিয়ে আসছিল। দ্বিতীয়ত: ঝালকাঠির কাজী বশিরের পিতার নৈকাঠি গ্রামের ৫ বিঘা সম্পত্তি ইউপি সদস্য নজর“ল নিতে চাইলেও সেই জমি নিহত মিরাজ শেখ বর্গা নিয়ে চাষাবাদ করায় তার উপর বিবাদীরা ক্ষিপ্ত ছিল। তৃতীয়ত: নিহত মিরাজ এলাকায় ট্রাক্টার, ধান মারাইয়ের মেশিন ও পানি সেচের পাম্প ভাড়া দিতো অন্যদিকে ইউপি সদস্য নজর“লও লোক দিয়ে মেশিনপত্র ভাড়া দিলেও ¯’ানীয় লোকজন নিহত মিরাজকে দিয়েই বেশী কাজ কারানোর কারণে তার উপর সে ক্ষিপ্ত ছিলো।
তারা আরো জানায়, এ তিনটি কারণে ইউপি সদস্য নজর“ল-উজ্জল তার উপর দার“ন ভাব ক্ষিপ্ত ছিলো এবং তাকে শায়েস্তা করতে এ দুই ইউপি সদস্যসহ তাদের দলীয় কিছূ লোকজন মিরাজ শেখকে চোর বলে এলাকায় প্রচার চালাতো। এমনকি কিছু দিন পূর্বে একটি দোকান থেকে কয়েক পিচ সাবান ও দুই প্যাকেট বিস্কুট চুরির ঘটনায় মিরাজ জড়িত বলে মামলায় জড়ানোর চেষ্টা করলেও ঝালকাঠি থানা পুলিশের তদন্ত কর্মকর্তা তার কোন সংশ্লিষ্টতা না পেয়ে মামলায় তার নাম অন্তর্ভূক্ত করেনি। বিভিন্ন ষড়যন্ত্র করেও তাকে দমাতে না পেরে ইউপি সদস্য নজর“ল-উজ্জল বাহিনী হামলা চালিয়ে বেধরক মারধর ও জখম করে তাকে হত্যা করেছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিদ্দিক জানান, মিরাজ শেখ হত্যার ঘটনায় ইতোমধ্যে এজাহারনামীয় ৫নং আসামি আকবর (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। তদন্তের জন্য আমি বেশ কয়েক বার ঘটনা¯’ল পরিদর্শনসহ তথ্যপ্রমান সংগ্রহে কাজ করে যা”িছ। তবে নিহতের পরিবারকে ভয়ভীতি বা হমকি প্রদানের বিষয় আমরা অবগত নই।