নির্বাচনী পরবর্তী সহিংসতায় দুলাল সিকদার (৬০) নামের এক ব্যাক্তি নিহত হওয়ার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টার সময় ফরিদপুরের ভাঙ্গার মুনসুরাবাদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের এই কর্মসূচি পালন করেন নিহতে পরিবারের সদস্যরা ও এলাকাবাসি।
গত বুধবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে বর্তমান নির্বাচিত মেম্বর আলম মোল্লার সমর্থকদের সঙ্গে পরাজিত মেম্বর প্রার্থী বাবর আলীর সমর্থকদের সংঘর্ষের জের ধরে দুলাল সিকদার নিহতের ঘটনা ঘটে।
এই হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসী মুনসুরাবাদ বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় বক্তব্য রাখেন, হামিরদী ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য জেসমিন আক্তার, নিহতের পুত্র নাহিদ সিকদার, মোস্তফা মাতুব্বর, হাসিনা সিকদার প্রমুখ।
বক্তরা এ সময় বলেন, পরিকল্পিত ভাবে স্থানীয় সন্ত্রাসী ইমরান মাতুব্বর গংরা এই হত্যাকান্ড ঘটিয়েছে। আমরা এর সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই। তারা বলেন, এলাকার মানুষ ইমরানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে।