মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণ উৎসব উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিহারীলাল মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম। উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা আ.লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, যুক্তকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ আজিজ সিকদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু, নিজামুল হক নান্না, আঃ রশীদ মৃধা, মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার। পরে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।