পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ব্যাপক আনন্দণ্ডউৎসবের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জেপি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতিশ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তাবক অর্পণ করেন। পরে উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেখানে কুচকাওয়াচ ও শরীর চর্চা প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলমের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সীমারানী ধর।সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, আসমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ আজিজ সিকদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।