পিরোজপুরের নাজিরপুরে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(১৬ডিসেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর পক্ষ থেকে, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আ’লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন, উপজেলা সদরের সরকারী মহিলা কলেজ, নাজিরপুর ডিগ্রী কলেজ, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্প মাল্য অর্পন করা হয়। এ ছাড়া উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে কুচকাওয়াজসহ দুপুরে উপজেলার স্বাধীনতা মঞ্চে উপজেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ শাদিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আল-আমিন, মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ। এ সময় স্থানীয় এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের পক্ষ থেকে পুরস্কার ও উন্নত খাবার প্রদান করা হয়।