সঞ্চালনায় ওই নোয়াখালীর সেনবাগে ব্যাডমিন্টন ট্র্যাক কোটের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও এসআই সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ব্যাডমিন্টন কোটের উদ্বোধন করেন,সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ পৌলসভার নবনির্বাচিত মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ থানার ওসি তদন্ত এমদাদ হোসেন, আওয়ামী লীগ নেতা আলী আক্কাস রতন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান পাটোয়ারী,সেনবাগ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর কামাল উদ্দিন বাবুল, আলমগীর হোসেন, সাখাওয়াত হোসেন, বদরুল হোসেন, কামাল উদ্দিন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও থানার অফিসার ও কনস্টেবল বৃন্দ উপস্থিত ছিলেন।