স্বাধীনতার স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার গ্রামকেন্দ্রিক বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরালসভাবে কাজকরে যাচ্ছে। সারা বিশ্বে যখন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সয়লাব। করোনার সংক্রমনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে নিয়ন্ত্রণ করে দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেন।
সোমবার ১৩ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এমপি অনুষ্ঠানে ১২৪ জন প্রান্তিক জনগোষ্ঠীকে ২২ লাখ ৩২ হাজার টাকার অনুদানের চেক, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এমপি আরও বলেন, ‘সরকারের মূল লক্ষ্য হলো দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দেশ গড়া। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। সেলক্ষ্যে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলমখান, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা সমাজসেবা অফিসার বাহাউদ্দিন। উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুসহ আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।